সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতা এবং মানমম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল তিনটায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আব্দুর রশিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে দুই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। বক্তব্য দেন ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামান।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ আলী ফরিদ আহম্মদ, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।