সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে অভিনন্দন জানিয়ে গোলাপগঞ্জে ছাত্রলীগের নবগঠিত ৩টি ইউনিটের নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে মিছিলটি পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।
মিছিল পরবর্তী আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমদ ছানির পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহদি আহমদ ছামি।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন গোলাপগঞ্জে ছাত্রলীগের কমিটি ছিল না। ছাত্রলীগের কমিটি আসায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। গোলাপগঞ্জের ছাত্রলীগ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সবসময় প্রস্তুত রয়েছে।
বক্তারা সিলেট-৬ আসনের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জানান। সেই সাথে দীর্ঘদিন পর গোলাপগঞ্জে ছাত্রলীগের কমিটি দেওয়ায় সিলেটে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে ৩টি ইউনিটের শত শত নেতাকর্মী উপজেলার বিভিন্ন জায়গা থেকে এসে মিছিলে মিলিত হন।