বিরোধী দল বিএনপি ঘোষিত ২৭ দফা রূপরেখাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘যারা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা কীভাবে মানবাধিকারের কথা বলে? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। এমনকি আদালতের জজ সাহেবও শান্তিতে থাকতে পারেননি।’
যারা অমানবিক কার্যক্রম চালিয়েছে তারা এখন মানবিকতার কথা বলে জানিয়ে তিনি বলেন, ‘তাদের আগে সামাল দেওয়া দরকার। এই মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যারা যুক্ত ছিল, তারা নাকি এখন সব ঠিক করে দেবেন। এটি হাস্যকর।’
বিদেশি রাষ্ট্রদূতের ওপর হামলা হয় এবং ৬৩ জেলায় বোমাবাজি হয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা একটি র্যালি করেন নিজের অফিসের সামনে। রেলিতে গ্রেনেড হামলা হয়, ২৪ জন মারা যায় এবং অনেকে জীবনের জন্য পঙ্গু হয়ে যায়।’