যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনাথে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন- উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিশ্বনাথ পৌরসভা, থানা প্রশাসন, বিশ্বনাথ মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্বনাথ প্রেসক্লাব, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিস, সাব রেজিস্টার কার্যালয়, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সরকারী কলেজ ছাত্রলীগ, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রামসুন্দর সরকারী হাই স্কুল, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পল্লী সঞ্চয় ব্যাংক, আরডিআরএস, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুলিশ, আনসার ও ভিডিপি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট-গার্লস গাইড এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচ্কাওয়াজ, সালাম গ্রহন, শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিজয় দিবসের নানা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর সাংস্কৃতিক কোন অনুষ্ঠানের আয়োজন না থাকায় দুপুরের মধ্যে বিজয় দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।