মেসির চোট কি গুরুতর?

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চলতি বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে এত আনন্দের ভিতরেও শঙ্কাও রয়েছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বেশ কয়েকবার মেসিকে বাঁ পায়ের উরুতে হাত দিতে দেখা গেছে। এমনকি দ্বিতীয়ার্ধের শুরুতে তো খেলার শুরু আগে অন্তত এক মিনিটের বেশি উরুতে হাত দিয়ে ছিলেন তিনি।

তবে কি চোটে পড়েছেন মেসি- এমন শঙ্কার কালো মেঘ জমেছিল আর্জেন্টাইন সমর্থকদের মনে। যদিও ওই ম্যাচে কখনোই মেডিকেল টিমকে প্রয়োজন হয়নি মেসির। অল্প ব্যথা আর অস্বস্তি নিয়েই পুরো সময় খেলেছেন মেসি।

ফাইনালের মেসিকে নিয়ে একটা শঙ্কা থেকেই গেছে। ফুল ফিট মেসিকেই ফাইনালে পাবে তো আর্জেন্টিনা? তবে সমর্থকদের জন্য সুখবর দিয়েছে আর্জেন্টিনার মেডিকেল টিম।

তারা জানিয়েছে, মেসির চোট মোটেও গুরুতর নয়। বরং এক-দুইদিন বিশ্রাম নিলেই ফুল ফিট হয়ে উঠবেন আর্জেন্টিনার অধিনায়ক। ফাইনালের আগে এখনও ৩ দিন সময় রয়েছে আর্জেন্টিনার। ফলে আশা করা হচ্ছে, ফুল ফিট মেসিকে পাবে আলবেলিস্তারা।