দোয়ারাবাজার উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ প্রকল্প বাস্তবায়নে পিআইসি কমিটির আবেদনের প্রেক্ষিতে কৃষক সমাবেশের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়নের দেখার হাওরে ও বিকালে দোহালীয়া ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত, পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার, নদী, খাল ও পূর্ণ খননের জন্য সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর (২.২) অনুচ্ছেদ মোতাবেক অর্থ বছরের কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষে পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) অন্তর্ভুক্ত ফসল রক্ষা বাঁধের কাজ, পিআইসি কমিটির মাধ্যমে ১৫ ডিসেম্বর বাঁধের কাজ উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁধ নির্মাণে প্রকৃত কৃষক দিয়ে পিআইসি করা হবে।
শুধুমাত্র বাঁধের ভিতরে যার জমি আছে তারাই এই পিআইসি কাজ করার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং কমিটির সভাপতি ফারজানা প্রিয়াংকা।
এছাড়াও কোনো পিআইসির নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে এবং অনিয়ম দুর্নীতির আশ্রয় নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আস্বস্ত করেন উপস্থিত কৃষকগণকে।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) আবু সায়েম মো. সাফিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিম আলী, দোহালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুর মিয়া, সাধারণ সম্পাদক বসির উদ্দিন, বাবুল মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মছব্বির, মঞ্জুর আলম প্রমুখ।