গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির শুনানি জানুয়ারিতে

আগামী জানুয়ারিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে শুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি সচিব ব্যারিস্টার খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই শুনানি করা উদ্যোগ নিয়েছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগাসী ৮ ও ৯ জানুয়ারি রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান অডিটরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হবে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দর বৃদ্ধি করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে বিইআরসি।

বিইআরসি পক্ষ থেকে শুনানিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ১ জানুয়ারির মধ্যে শুনানি-পূর্ব লিখিত বক্তব্য ও মতামত কমিশনে পাঠানোর অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে শুনানিতে অংশগ্রহণের জন্য কমিশনে নাম তালিকাভুক্তির জন্যও তাদের অনুরোধ করেছে বিইআরসি।

এর আগে বিদ্যুতের খুচরা পর্যায়ে দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড খুচরা পর্যায়ে বিদ্যুতের ট্যারিফ পুনর্নির্ধারণের জন্য কমিশনে আবেদন করেছে।

গত ২১ নভেম্বর বিইআরসি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে। এতে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বেড়ে যায় ১ টাকা ৩ পয়সা।

এই ঘোষণার ফলে বিতরণ কোম্পানিগুলোকে বাড়তি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে, যে কারণ কোম্পানিগুলো খুচরা পর্যায়ে দাম বাড়াতে বিইআরসির কাছে আবেদন করে।