ঢাকা-সিলেট রুটে ননস্টপ ট্রেন চালুর দাবি এমপি মিলাদের

ঢাকা-সিলেট রেললাইনে নন-স্টপ ট্রেন চালু করার দাবি জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে রেল ভবনে রেল মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরের হাতে আনুষ্ঠানিকভাবে ডিও লেটার তুলে দেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

ডিও লেটারে উল্লেখ করা হয়- ‘ব্রিটিশ আমল থেকে সিলেটের মানুষ রেল ভ্রমণের প্রতি আকৃষ্ট। প্রতিদিন ঢাকা-সিলেট রুটে হাজার হাজার মানুষ রেলে যাতায়াত করেন। কিন্তু চাহিদার তুলনায় এই রুটে ট্রেনের সংখ্যা একেবারেই কম। যাত্রীরা প্রয়োজন মতো টিকেট পায় না। তাছাড়া যে কয়টি আন্তনগর ট্রেন চলাচল করে সেগুলোর প্রচুর স্টপেজ থাকায় যাত্রীদের সময়ক্ষেপণ করতে হয়। যাত্রীদের চাহিদা বিবেচনা করে উক্ত রুটে একটি দ্রুতগ্রামী ননস্টপ ট্রেন চালু করা হলে বৃহত্তর সিলেটের জনগণ বিশেষভাবে উপকৃত হবে।’