আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে বিকেল ৩টায় বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভার্চ্যুয়ালি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
স্থায়ী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, গতকাল শেষ রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসভবন থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিস্থিতিতে ১০ তারিখের ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে করণীয় ঠিক করা হবে এই বৈঠক থেকে।
এর আগে বুধবার বিকেলে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকায় অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।