সিলেটে কমরেড ধীরেন সিংহকে শেষ শ্রদ্ধায় বিদায়

সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কমরেড ধীরেন সিংহকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে তাঁর মরদেহ নেওয়া হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহিদমিনার প্রাঙ্গণে রাখা হয়।

শহিদমিনারে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধার মাধ্যমে কমরেড ধীরেন সিংহকে বিদায় জানান। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীসহ বহু মানুষ তাকে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে শেষ বিদায় জানান।

প্রসঙ্গত, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য, সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ৩১ মি‌নিটে সিলেট উইমেন্স মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় মৃত‌্যুবরণ করেন। মৃত‌্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত‌্যুকালে তি‌নি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ‌্য আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

ধীরেন সিংহ সিলেট মনিপুরী রাজবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তি‌নি ২০১৬ সালে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সাম‌্যবাদী দলের প‌লিটব‌্যুরোর পাশাপা‌শি মণিপুরি যুব সমিতির (বামযুস) কেন্দ্রীয় কমিটির সভাপতির দা‌য়িত্বে ছিলেন তিনি।