ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে হারের পর শেষ ষোলোর লড়াইয়ে যেন হিংস্র বাঘে পরিণত হয় ব্রাজিল। ৩৬ মিনিটেই দক্ষিণ কোরিয়ার জালে জড়ায় ৪ গোল।
গত ৬০ বছরে বিশ্বকাপের নকআউট ম্যাচের প্রথমার্ধে ৪ বা তার বেশি গোল দেওয়া ইতিহাসের দ্বিতীয় দল এখন ব্রাজিল। তবে পেছনের ইতিহাসটা আবার তাদেরই লজ্জার।
গত ছয় দশকে এমন কীর্তি দেখানো প্রথম দলটি জার্মানি। সেই ম্যাচটি ছিল ২০১৪ সালে ব্রাজিলের বিভীষিকাময় ৭-১ গোলে হারের ম্যাচ। সেই ম্যাচে প্রথমার্ধে ব্রাজিলকে ৫ গোল দিয়েছিল জার্মানরা।
এদিকে কোরিয়ার বিপক্ষে সোমবার রাতের জয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখানোয় আরও দুটি রেকর্ড হয়ে গেছে ব্রাজিলের। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে টানা অষ্টমবারের মতো কোয়ার্টারের মঞ্চে পা রেখেছে সেলেসাওরা।
একইসঙ্গে জার্মানির আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছে ব্রাজিল। বিশ্বকাপে সবমিলিয়ে জার্মানি কোয়ার্টার ফাইনাল খেলেছে ১৪ বার। ব্রাজিলও এবার নিয়ে ১৪তম বারের মতো কোয়ার্টার ফাইনালে খেলবে।