সিলেটে মুক্তিযুদ্ধের বইপড়া উৎসবের চতুর্দশ আসরের উদ্বোধন আগামী ২০ ডিসেম্বর, মঙ্গলবার। ঐদিন বেলা ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য এ উৎসবের সূচনা হবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে।
এজন্য বইপড়া উৎসবে ইতোমধ্যে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের ঐদিন বেলা ২ টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে রিপোর্টিং করতে অনুরোধ জানানো হয়েছে।
জেলা পরিষদ, সিলেট এবং ইনোভেটর এর যৌথ আয়োজনে বইপড়া উৎসবের এবারের আসরে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ বছরের নির্বাচিত গ্রন্থ তুলে দেয়া হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাসহ সিলেটের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।