ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে চলতি বছরের আগস্টে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেতা।
সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজে রহস্যময় এক কয়েদির চরিত্রে দেখা গেছে ‘মনপুরা’র সোনাইকে। হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি। যিনি কিনা বোবা এবং বধির। ইশারা ভাষায় মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানকে হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি।
এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। ওয়েব সিরিজটির পার্ট ওয়ান দেখার পর সবার একটাই প্রশ্ন ছিল, কবে আসবে ‘কারাগার পার্ট টু’। গেল নভেম্বরের শুরুতে জানা গিয়েছিল, ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ‘কারাগার পার্ট টু’।
তবে শনিবার (৩ ডিসেম্বর) জানা গেল, এক সপ্তাহ পিছিয়ে ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘কারাগার পার্ট টু’। একটি পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এর অভিনেতা চঞ্চল চৌধুরী।
ফেসবুকে এই অভিনেতা লেখেন, বিশ্বকাপ ফুটবলের কারণে ‘কারাগার পার্ট টু’ আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে।
এক সপ্তাহ পেছানোটা স্বস্তি দিচ্ছে না চঞ্চল চৌধুরীকে। তিনি লেখেন, এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।
সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন’ আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।