শ্রীহট্ট প্রকাশ এর উদ্যোগে সিলেট বিভাগের পাঠাগারগুলোকে সমৃদ্ধ করতে উপহারস্বরূপ ৬ লক্ষ টাকার বই প্রদানের লক্ষ্যে সিলেকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) রাতে নগরীর দাড়িয়াপাস্থ শ্রীহট্ট প্রকাশ এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিনিয়র আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক উজ্জ্বল মেহেদী, প্রফেসর আবদুল হান্নান, কবি তারেক মনোয়ার ও প্রকাশক জিবলু রহমান।
সভায় সারাদেশে ৪০০টি পাঠাগারের মধ্যে ১০০টিকে নির্বাচিত করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, সিলেট সদরের প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই ২ জানুয়ারি বিকেল ৪টায় শ্রীহট্ট প্রকাশ ৫ম বই মেলাস্থলে (মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট) গিয়ে বই সংগ্রহ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান প্রধান উপস্থিত হতে না পারেন, তবে সহকারী শিক্ষক গিয়ে বই নিতে পারবেন। তবে প্রতিষ্ঠান প্রধানের চিঠি অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে যারা আছেন, তারা অবশ্যই নিজে উপস্থিত হতে হবে। আসার সময় প্রতিষ্ঠানের প্যাড ও সিল আনতে হবে।
আরও জানানো হয়, সিলেট বিভাগের বাইরের প্রতিষ্ঠানগুলোকে বই প্রদান সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে আগামী ১২ জানুয়ারির পর জানানো হবে। ঘোষিত নিয়মের ব্যত্যয় ঘটালে তালিকা থেকে বাদ বলে বিবেচনা করা হবে।