সার্বিয়াকে উড়িয়ে কাতার বিশ্বকাপে বেশ ভালো সূচনা করেছিল ব্রাজিল। তবে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে হারাতে হয়েছে ইনজুরির কারণে। নেইমার ও দানিলোকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হবে সেলেসাওদের। সুইসদের বিপক্ষে কেমন খেলবে তিতের শিষ্যরা?
পরিসংখ্যান বলছে খুব একটা সহজ হতে যাচ্ছে না ব্রাজিল-সুইজারল্যান্ড লড়াই। দুই দলের লড়াই হবে হাড্ডাহাড্ডি। ব্রাজিলকে আটকানোর অতীত অভিজ্ঞতা আছে সুইসদের। গত বিশ্বকাপেই তার প্রমাণ দিয়েছে। ওই আসরে সুইসদের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাতিন আমেরিকার দেশটির।
শুধু এই এক ম্যাচ দিয়েই ইউরোপিয়ান দলটির সামর্থ্য বিবেচনা করা যায় না। গত দেড় বছর ধরেই ধারাবাহিক ভালো খেলা উপহার দিচ্ছে তারা। ফুটবল বিশ্বের হট ফেবারিটদের কপালে চিন্তার ভাঁজ ফেলে্ছে, জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেও।
এ বছর নেশনস লিগে সুইজারল্যান্ডের কাছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও স্পেন হেরেছে। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স বিদায় হয়েছে সুইসদের তাণ্ডবে। ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে টপকে কাতারের টিকিট কেটেছে।
ব্রাজিল-সুইজারল্যান্ড বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। দুই ম্যাচই অমীমাংসিত হয়েছে। সুতরাং বলা যায়, সুইসদের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ খুব একটা সহজ হতে যাচ্ছে না। উপরন্তু সুইসদের তাণ্ডবে ব্রাজিলের পা হড়কালে অবাক হওয়ারও কিছু নেই।