প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল (চূড়ান্ত) আজ সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে। এই ফল চেক করা যাবে অনলাইনে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল ২৮ নভেম্বর ২০২২ তারিখ দুপুর থেকে বিকালের মধ্যে প্রকাশিত হবে। জেলা ভিত্তিক ফল http://www.dpe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশের কথা থাকলে ও অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে ২৮ নভেম্বর নির্ধারিত হয়। অবশেষে প্রার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ বাড়িয়ে ৪৫ হাজার কথা না গেলে ও শেষ পর্যন্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৩২,৫৭৭ পদই থাকছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে ৬৪ জেলার প্রার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষার ফল বা চূড়ান্ত ফল জেলাভিত্তিক পৃথক pdf ফাইলে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।