গেল কয়েক মাস ধরেই বিপদ যেন পিছুই ছাড়ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বকাপের আগ মুহূর্তে আরও এক বার নতুন বিপদ হাজির তার সামনে! অনেক দিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর ঝুলে থাকা সম্পর্কের শেষ হয়েছে কয়েকদিন আগে।
ফলে ক্লাব ছাড়াই বিশ্বকাপে মাঠে নামবে রোনালদো। আর এতেই নতুন করে বিপদে পড়েছেন তিনি। ক্লাব না থাকায় এখন তার নামে কোনো বিমাও নেই। আর ফিফার নিয়ম অনুযায়ী বিমা ছাড়া কোনো খেলোয়াড় বিশ্বকাপ খেলতে পারবে না।
ফলে বিশ্বকাপে রোনালদোর খেলা নিয়ে একটু হলেও শঙ্কা দেখা দিয়েছিল। তবে দলের সবচেয়ে বড়ে তারকা ও অধিনায়কের বিপদে এগিয়ে এসেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
তড়িঘড়ি করে রোনালদোর জন্য বিশেষ বিমার ব্যবস্থা করেছে তারা। ফলে শেষ মুহুর্তে বিপদ হলেও পর্তুগাল ফুটবল ফেডারেশনের হস্তক্ষেপে শঙ্কামুক্ত হয়েছেন রোনালদো।
এতে অবশ্য পর্তুগালকে আর্থিক সাহায্য করবে ফিফা। বাংলাদেশী টাকায়া রোনালদোর বিমা করার জন্য ফিফার কাছ থেকে ১০ লাখ টাকার বেশি পাচ্ছে তারা।