সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়ার প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ২০২২ সালের শেষ কর্মদিবস উদযাপন করা হয়েছে। বছরের শেষ কর্মদিবস উপলক্ষে বিভিন্ন আনুষ্ঠানিক পর্ব আগেই সাজানো হয়েছিল। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় শেষ কর্মদিবস উদযাপন হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাজমুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা এনায়েতুর বারী মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোফাছল আলী মিতুন ও রাফসান।
আলোচনা সভায় শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে পাঠদানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা পর্বের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক নানা আয়োজন চলে। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সমন্বয় করেন শিক্ষকেরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যে ৪র্থ শ্রেণির ইরিল, নন্দিনী, ১ম, ২য় ও ৩য় শ্রেণির মালিহা, জান্নাত, নীলাদ্রি, তপাতনী আরোহী ও আমায়া অংশ নেয়। গজল পরিবেশন করে ৪র্থ শ্রেণির মৌমি। সংগীত পরিবেশ করে নুপুর।