সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমানকে ১৬ নভেম্বর বুধবার বিকেলে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধণা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ আন্দোলনকে ভয় পায় না। কারণ আওয়ামী লীগ আন্দোলনকারী দল। আন্দোলন করে এদেশ থেকে পাকিস্তানীদের তাড়িয়ে স্বাধীনতা এনেছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি তাড়িয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে।
কুলাউড়া ডাকবাংলো মাঠে নাগরিক কমিটির সভাপতি মনসুর আহমদ চৌধুরীর সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিসবাউর রহমান। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বেনু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, ব্রাহ্মণ বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মমদুদ হোসেন প্রমুখ।
সংবর্ধিত অতিথি ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন ও উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্বের এই অর্জন কুলাউড়াবাসীর। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব পেলেই আজকের এই আয়োজনের সফলতা আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব আব্দুর রউফ, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, জয়চন্ডী ইউনিয়নের চেয়াম্যান আব্দুর রব মাহাবুব, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক, শরীফপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ সুইট এবং আওয়ামীলীগ, যুব লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ।