আবারও বাড়লো সয়াবিন তেল ও চিনির দাম। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯০ টাকা ও প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১২ টাকা বাড়িয়ে ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম লিটারে ১২ টাকা ও চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়েছে। আমাদের মৌখিকভাবে বিষয়টি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আজ থেকেই এ দাম কার্যকর হবে।
বাজারে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৭৮ টাকায় বিক্রি হচ্ছিলো। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। এতদিন দাম ছিল ৮৮০ টাকা। খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। এতদিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৫৮ টাকায়।
অন্যদিকে, প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে ১০৮ টাকা করার কথা বলা হলেও বেশ কিছুদিন ধরেই বাজারে এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এর আগে প্রতি কেজি চিনির দাম ১০২ টাকা নির্ধারণ করা হয়েছিল।