সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় ভারতীয় মহিষ বােঝাই ডিআই ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ২জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদর উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের ফেরীঘাট এলাকায় রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত দুটি মহিষ ঘটনাস্থলে নিলামে ৯৫ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। অপর ১টি মহিষ ও দুর্ঘটনাকবলিত গাড়ী জব্ধ করেছে পুলিশ।
জানা গেছে, ভারত থেকে চােরাই পথে ৩টি মহিষ ডিআই ট্রাকযােগে উপজেলার হরিপুর বাজারে নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
এতে ডিআই ট্রাকচালক খারুবিল উপজেলার গ্রামের মুজিবুল হকের পুত্র এবাদুর রহমান এবাদ (২৬) এবং পথচারি গুয়াবাড়ী গ্রামের আব্দুল হান্নানের পুত্র মো. রমজান আলী (২৫) গুরুতর আহত হন। আহতরা জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ১৯বিজিবি সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং ভারতীয় মহিষ ও ডিআই ট্রাক আটক করে।
জৈন্তাপুর রাজবাড়ি ১৯ বিজিবি ঘটনার কথা স্বীকার করেছে এবং বিজিবি পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ী উদ্ধার ও ১টি মহিষ জব্ধ করা হয়েছে। দুটি নিলামে বিক্রয় করা হয়।