হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লাখাই উপজেলার বামৈ এলাকায় এ ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, পুলিশের ছোড়া গুলিতে বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ জানান, সিলেট বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য লাখাই উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছিল। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে অন্তত ৩০ জন আহত হন। এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন, বিএনপি নেতাকর্মীরা লাখাইয়ের বামৈ বাজারে সহিংসতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদেরকে বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আহত পুলিশ সদস্যদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।