মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৫তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে শুক্রবার (১১ নভেম্বর) মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর চৌহাট্টা পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড অপু দাসগুপ্ত, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ থেকে ১০৫ বছর পূর্বে মহামতি লেলিনের নেতৃত্বে রাশিয়ার বুকে সংঘটিত মহান সমাজতান্ত্রিক বিপ্লব সারা বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণার উৎস। তৎকালীন শোষণ নিপীড়নের বিপরীতে রুশ সমাজতান্ত্রিক বিপ্লব সারা বিশ্বের মুক্তিকামী মানুষের মধ্যে মনুষ্যত্ব ও মর্যাদা নিয়ে বাঁচার মত সমাজব্যবস্থার বাস্তবরূপ প্রদর্শন করতে পেরেছিল।
বক্তারা বলেন, বর্তমান পূজিবাদী সমাজব্যবস্থার শোষণ বৈষম্যের বিপরীতে একটি শোষণহীন মানবিক সমাজ বিনির্মাণে মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শিক্ষাকে পাথেয় করে দেশে দেশে শ্রমিকশ্রেণির নেতৃত্বে গণআন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।