পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের ডলার সংকট নেই, কিন্তু আমাদের টাকার সংকট আছে। দেশে উৎপাদন সক্ষমতা বাড়াতে পারলে টাকার পরিমাণও বাড়ানো যাবে। আমরা যদি উৎপাদন বাড়াতে পারি, তাহলে পণ্য বিক্রি করে টাকা পাবো। ডলারও কিনতে পারবো।
রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে নবনির্মিত উপজেলা রিসোর্স (ইউআরসি) ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, ডলার কখন লাগে, যখন আমরা বিদেশ থেকে কিছু ইমপোর্ট করি। আমাদের ডলার সংকট বেশি নেই, টানাটানি আছে, তবে এখন কিছুটা কমে আসছে। আগামীতে আরও কমে আসবে।
তিনি বলেন, দেশের ভেতরে উৎপাদন বাড়াতে হবে। ধান, চাল, পেঁয়াজ, রসুন, আদা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উৎপাদন বৃদ্ধি করতে হবে। দেশে যদি উৎপাদন বাড়ানো যায়, তাহলে ডলার কোনো সংকট হবে না। জিনিসপত্রের উৎপাদন সক্ষমতা অর্জন করতে পারলে টাকার মানও বৃদ্ধি পাবে।
এ সময় তিনি আরও বলেন, দেশের জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। কৃষির উৎপাদন বাড়াতে হবে। কঠিন সময় যাচ্ছে বর্তমানে। তাই সবাইকে মিলেমিশে দেশের জনগণের জন্য কাজ করতে হবে।