সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় মাসুম আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) বিকালে সিএনজি চালক মাসুম আহমদ (২২) এর সাথে খেলার মাটে ছাতারখাই গ্রামের কতিপয় যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরদিন (আজ) শনিবার সে স্থানীয় চতুল বাজারে তার গাড়ি নিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন কোন উস্কানী ছাড়া তার উপর অতর্কিত হামলা চালায়। এতে রক্তাক্ত অবস্থায় মাসুম মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। নিহত মাসুম (২২) ছাতারখাই উত্তর মহল্লা গ্রামের আব্দুল খালিক এর পুত্র।
দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়াম্যান বাহারুল আলম বাহার মাসুমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, শুক্রবার জৈন্তাপুরে ক্রিকেট খেলায় মারামারির জের ধরেই আজকে ঘটনাটি ঘটেছে। আজ মাসুম নামের ওই ভিকটিম সিএনজি নিয়ে কানাইঘাটের চতুল বাজার আসলে প্রতিপক্ষের লোকেরা তার উপর হামলা চালায়। এতে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি অধিকতর তদন্তে জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।