শাবিতে হাল্ট প্রাইজের ‘মিটআপ অ্যান্ড ট্রেনিং সেশন’ অনুষ্ঠিত 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের ‘মিটআপ অ্যান্ড ট্রেনিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে হাল্ট প্রাইজের প্রেস অ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেটর মো তানজিলুর রহমান মেরাজ এ বিষয়টি জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সম্মেলনকক্ষে হাল্ট প্রাইজের সাংগঠনিক কমিটির এ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন কমিটির কাউন্সিলর  মো. ফাহিম উদ্দিন ইমাদ, রাফিউল আহমেদ এবং ক্যাম্পাস ডিরেক্টর মো. সাকিব হাসান রাসেল।

বক্তব্য শেষে হাল্ট প্রাইজের করপোরেট অ্যাফেয়ার্স উইংয়ের ডিরেক্টর সৌরভ চৌধুরী, অরগানাইজেশনাল অ্যাফেয়ার্স উইংয়ের ডিরেক্টর মো আমিনুল হক লস্কর, আইটি ম্যানেজমেন্ট এবং ক্রিয়েটিভ ডিজাইনিং উইংয়ের ডিরেক্টর নাহিয়ান বিনতে ফিরোজ ও ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ডিং উইংয়ের ডিরেক্টর তানজিদুল ইসলাম তাদের স্ব স্ব উইংয়ের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে কমিটির সদস্যগণের ফটোসেশান পর্ব সম্পন্ন হয়।