সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নলজুর খাল খননে নকশা অনুযায়ী কাজ না করার অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুদকের সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের তিন সদস্য বিশিষ্ট একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে দুদক জানায়, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জগন্নাথপুর উপজেলার ১ দশমিক ৩ কিলোমিটার নলজুর খাল খননের নকশা অনুযায়ী কাজ না করার অভিযোগের বিষয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে খালের খনন কাজ সমাপ্ত হওয়ার পর বন্যা হওয়ায় ও বর্তমানে খালে পানি বিদ্যমান থাকায় নকশা অনুসারে খালের খনন কাজের সঠিকত্ব নির্ধারণ করা দুরূহ মর্মে প্রতীয়মান হয়। টিম নদী খনন কাজের কি ধরনের পরিমাপের উপর ভিত্তি করে এবং খননের নকশার সঙ্গে উত্তোলিত পলি বা বালু ফেলার স্থান ও তার পরিমাপ করা যায় কিনা সে সম্পর্কিত রেকর্ডপত্র পরিচালনা করে টিম প্রতিবেদন দাখিল করবে।