নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৪ নভেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় তাদের কাছ থেকে ২টি উগ্রবাদী বই, ১টি প্রশিক্ষণবিষয়ক সিলেবাস, ৯টি লিফলেট, ১টি ডায়েরি ও ৪টি ব্যাগ জব্দ করা হয়।
খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তাররা নতুন জঙ্গি সংগঠনটির দাওয়াতি, সশস্ত্র প্রশিক্ষণ, হিজরতকৃত সদস্যদের তত্ত্বাবধানসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে জড়িত ছিলেন। তারা দুই-চার বছর আগে নিকটাত্মীয়, বন্ধু ও স্থানীয় পরিচিত ব্যক্তির মাধ্যমে উগ্রবাদে অনুপ্রাণিত হয়ে সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের মাধ্যমে তাত্ত্বিক ও শারীরিক সশস্ত্র প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ নেন।
গ্রেপ্তারদের মধ্যে বাচ্চু সংগঠনটির অর্থবিষয়ক প্রধান সমন্বয়ক, সোহেল ও হানজালা সারা দেশে হিজরত করা সদস্যদের সার্বিক সমন্বয়ক হিসেবে কাজ করতেন। এ ছাড়া জাকারিয়া সামরিক শাখার তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি।