সিলেটে ৩ দিনব্যাপী কবিগুরু স্মরণ উৎসব শুরু হচ্ছে শনিবার

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পরিভ্রমণের ১০৩তম বর্ষে ৩ দিনব্যাপী ‘সুন্দরী শ্রীভূমিতে কবিগুরু স্মরণ উৎসব’ উদযাপিত হবে। ৫ ও ৬ নভেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টায় ও ৭ নভেম্বর মাছিমপুর মণিপুরী পাড়াতে সকাল ১০টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।।
অনুষ্ঠানের উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম. এ. মান্নান এমপি এবং সমাপনী পর্বে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

উদ্বোধন করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, ভাষাবিদ অধ্যাপক ড. পবিত্র সরকার। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি, বঙ্গীয়’র সভাপতি কথাশিল্পী সেলিনা হোসেন। দিবসের প্রতিপাদ্য উপস্থাপন করবেন বঙ্গীয়’র সাধারণ সম্পাদক, কবি গবেষক কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেটের জেলা প্রশাসক জনাব মো. মজিবর রহমান, কবি গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ। উদ্বোধন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। আবৃত্তি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক রূপা চক্রবর্তী।
সমাপনী পর্বে সভাপ্রধান থাকবেন প্রাক্তন সচিব, প্রাক্তন প্রধান তথ্য কমিশনার কবি লেখক আজিজুর রহমান আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডীন, লেখক ও গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বঙ্গীয় ত্রিপুরার সাধারণ সম্পাদক মনীষা পালচৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় সমন্বয়ক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, কবি গবেষক আসাদুল্লাহ এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

অনুষ্ঠানটির স্থানীয় সহযোগিতায় রয়েছেন সিলেট জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ। অংশগ্রহণ করবেন আনন্দলোক, সিলেট; নৃত্যশৈলী, সিলেট; নৃত্যরথ; চারুবাক; শিশুতীর্থ; বাংলাদেশ শিশু একাডেমি, সিলেট; জেলা শিল্পকলা একাডেমি, সিলেট; ললিত মঞ্জরী; গীতসুধা; শ্রুতি, সিলেট; ছন্দনৃত্যালয়; পাঠশালা; গীতবিতান বাংলাদেশ; একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস; জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ; সুরাঞ্জলি; মৃত্তিকায় মহাকাল; বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা এবং মাছিমপুর মণিপুরী কালচারাল একাডেমি, সিলেট।

আমন্ত্রিত সংগীতশিল্পী থাকবেন ত্রিপুরার পাপড়ি গোস্বামী, রূপালী দত্ত, দিল্লীর আবৃত্তিশিল্পী শম্পা দাস।
একক পরিবেশনায় রয়েছেন সংগীতে রাণা কুমার সিনহা, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী, সুমনা আজিজ, মুন্না দত্ত, পদ্মিনী ইমন, প্রিয়াংকা ভৌমিক, সুদীপ্তা পাল শাওলী ও জয়িতা তালুকদার। আবৃত্তিতে শামীমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, জ্যোতি ভট্টাচার্য, নন্দিতা দত্ত ও নাজমা পারভীন। নৃত্যে বিপুল শর্মা ও শান্তনা দেবী। অনুষ্ঠান উপস্থাপনা করবেন প্রফেসর শামীমা চৌধুরী, নিরঞ্জন দে, রজত কান্তি গুপ্ত, সুকান্ত গুপ্ত, রোহেনা সুলতানা, পদ্মশ্রী দে তন্ত্রী ও জান্নাত তাসনোভা চৌধুরী স্মিতা।

৩ দিনব্যাপী এই আয়োজনমালা উপভোগের জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে।