সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় ২ জন আহত হয়েছে। এসময় ভোটকেন্দ্রের সামনে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (০২ নভেম্বর) দুপুর বারোটার দিকে নবগঠিত বিশ্বনাথ পৌরসভার গোলচত্বর সংলগ্ন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কেন্দ্রর সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ক্রু ড্রাইভার প্রতীক এবং পাঞ্জাবি প্রতীকের কয়েকজন সমর্থক ওই ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। ওই সময় এক কাউন্সিলর প্রার্থী ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। তিনি আগেই ভোট দিয়েছেন বলে তখন অন্য প্রার্থীর সমর্থকরা অভিযোগ তুলেন। এ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্রের বাইরে তখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সমর্থকরা তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরে পুলিশ অ্যাকশনে যায়। করা হয় লাঠিচার্জ। ধাওয়া দিয়ে সকল প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্রের বাইরে থেকে সরিয়ে দেওয়া হয়। এ সময় আটক করা হয় তিনজনকে।
ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।