চলতি আমন মৌসুমে সরকার ৫ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান কিনবে। এবার প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকা কেজি দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১০ নভেম্বর থেকে ধান-চাল সংগ্রহ শুরু হবে।
মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিধারণ ও মনিটরিং কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী আরও জানান, গত বছর চাল কেনা হয়েছিল ৪০ টাকা ও ধান ২৭ টাকা কেজি দরে।
তিনি বলেন, কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে এবার চাল ও ধানের দাম বাড়ানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী জানান, গত তিন চার বছর ধরে মধ্যস্বত্তভোগীদের মাধ্যমে ধান চাল কেনা হয় না। অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাল কেনা হয়।