“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষক দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও মহানগর।
সিলেট নগরীর রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বৃহস্পতিবার রাতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট অঞ্চলের সভাপতি মো. কবির খান, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলার সাবেক সভাপতি এএইচএম ইসরাইল আহমদ, সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলার সভাপতি মো. মামুন আহমদের সভাপতিত্বে ও দি এইডেড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদের পরিচালনায় বক্তব্য দেন, সহকারি শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি ও দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক শমসের আলী, কায়স্থরাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মহি উদ্দিন, বাশিস সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রসময় উচ্চ বিদ্যলয়ের সহকারি প্রধান শিক্ষক অসিম রঞ্জন তালুকদার, বাশিস সিলেট মহানগরের সাবেক সভাপতি ও বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আহমদ আলী, সফির উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রশিদ আহমদ, বাশিস সিলেট মহানগরের সভাপতি ও রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মুমিত, বাশিস সিলেট জেলার সাধারণ সম্পাদক ও দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমসের আলী, বাশিস ওসমানী নগরের সাংগঠনিক সম্পাদক ও কেজিডিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাশিস কানাইঘাটের সহ-সভাপতি ও জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ প্রমুখ।