প্রায় সাড়ে ৪ ঘন্টার পর ঢাকা-সিলেটসহ সারা দেশের সাথে ট্রেন চলাচল শুরু হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে রেললাইনের উপর থেকে গাছ সরিয়ে নেয়ার পর স্বাভাবিক হয় ট্রেন যোগাযোগ।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ।
তিনি বলেন, পড়ে যাওয়া গাছটি রেললাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল শুরু হয়। একইসাথে আটকে পড়া দুটি আন্তঃনগর ট্রেনও গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।
এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেললাইনের ওপর একটি গাছ পড়ে ঢাকা-সিলেটসহ সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর কিছুসময় পর থেকেই গাছ সরিয়ে রেললাইন সচল করার চেষ্টা শুরু হয়।
শ্রীমঙ্গল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, রেল লাইনের উপর গাছ পড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে এবং চট্টগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা ট্রেন শ্রীমঙ্গলে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।
গাছ পড়ার বিষয়ে লাউয়াছড়ার রেঞ্জার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘লাউয়াছড়ায় অনেক গাছ পুরোনো হয়ে গেছে। অনেক সময় মাটি সরে গিয়ে সেগুলো পড়ে যায়। তবে এটার ক্ষেত্রে সিত্রাং-এর কারণে টানা বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে মাটি সরে গিয়ে পড়ে গেছে।’