ধর্মপাশায় আ.লীগের ছয়টি ইউনিয়ন কমিটি অনুমোদন

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী ছয়টি ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় ইউনিয়ন কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ইউনিয়নগুলো হচ্ছে- ধর্মপাশা, জয়শ্রী, পাইকরাটি, সুখাইড় রাজাপুর উত্তর, সেলবরষ ও সুখাইড় রাজাপুর দক্ষিণ।

বর্ধিত সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বর্ধিত সভায় আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও সাংগঠনিক তৎপরতা নিয়ে আলোচনা করা হয়।