শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১০ বসতঘর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামে অগ্নিকাণ্ডে দশটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মর্মান্তিক এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক লাইন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে শান্তিগঞ্জ দমকলকর্মী ও আশপাশের লোকজনদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, ধান ও গৃহপালিত গবাদিপশু পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত তাসলিমা বেগম বলেন, রাতে ঘুমে ছিলাম। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙ্গে যায়। সাথে সাথে ছেলেমেয়েদের নিয়ে বসত ঘরের বাইরে আসি। কোনোরকম প্রাণে রক্ষা পাই। আগুনে আমিসহ অধিকাংশ পরিবারের মুল্যবান সম্পদ, জমির দলিল, টাকাসহ অনেক কিছু পুড়ে গেছে। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান রহমান নাবিক বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে প্রায় ১০টির মতো বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।