বিশ্বনাথ পৌর নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ

আগামী ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে মেয়রসহ সংরক্ষিত আসনে কাউন্সিলর ও সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন নির্বাচন রির্টানিং অফিসার ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

প্রতীক পাওয়া মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ (নৌকা প্রতীক), জমিয়ত মনোনীত প্রার্থী উপজেলা জমিয়তে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাঁছ), আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (জগ), উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন (হ্যাঙ্গার), যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মুমিন খান মুন্না (মোবাইল ফোন), যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন স্বতন্ত্র প্রার্থী (নারকেল গাছ)।

আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অনুরোধ জানান রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের নিকট এসকল প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। ১০ অক্টোবর প্রার্থীদের যাচাই করা হয়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।