ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজার প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় বিয়ানীবাজার থেকে রওয়ানা হয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে রাত ৮টায় বিয়ানীবাজার ফিরে এই আনন্দ ভ্রমণটির ইতি ঘটে।
এর আগে সকাল ৮টায় বিয়ানীবাজার পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বাসযোগে সকল সদস্যবৃন্দকে নিয়ে মৌলভীবাজার জেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও বধ্যভূমি’৭১ এর উদ্দেশ্যে প্রেস ক্লাবের বহরটির যাত্রা শুরু হয়। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সড়কের দু’পাশ, হাওর, রেলপথ ও নদী পাড়ি দিয়ে বাসটি ছুটে চলে চায়ের রাজ্যের কাছে। দুপুর ১২টার দিকে জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রথমে প্রবেশ করেন তারা।
উদ্যানের প্রবেশ ফটকের সামনে থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই প্রেসক্লাব সদস্যরা দেখতে পান উঁচুুনিচু পাহাড়ের গায়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে হাজার হাজার প্রজাপতির লাখ লাখ বৃক্ষ। ভরদুপুরে উদ্যানের হাল্কা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রাস্তার দু’পাশের বৃক্ষগুলো দিবাকরের আলোক রশ্মিকে আটকে রাখার দৃশ্যটি সবাইকে অভিভূত করে। তাছাড়া বনের অভ্যন্তরে ঝিঁঝিঁ পোকার শব্দ, নাম না জানা পাখির কিচির-মিচির শব্দ, বিভিন্ন বয়সী বানরের লাফালাফি, ক্লোরোফম ও আফ্রিকান অক টিসহ বিরল প্রজাতির বিভিন্ন বৃক্ষ, রসভর্তি লেবুর বিশাল বাগান, উদ্যানের ভেতরে ছোটবড় ছড়াগুলোতে পানি গড়ানোর শব্দ, সূচি অনুযায়ী ঘন্টাখানেক পর পর ট্রেন চলাচলের শব্দ প্রেসক্লাবের সকল সদস্যকে শিহরিত করে তুলে।
লাউয়াছড়া পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে দুপুরের খাবার সমাপ্ত করেন তারা। এরপর দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গল পৌরশহরের ভানুগাছ সড়কে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর হেড কোয়ার্টারস্থ বধ্যভূমি’৭১ পার্কে প্রবেশ করেন প্রেসক্লাব সদস্যবৃন্দ। বধ্যভূমির আকর্ষনীয় মনোরম দৃশ্য প্রেসক্লাব নেতৃবৃন্দকে দারুণ আকৃষ্ট করে। এরপর তারা সম্মিলিত হয়ে শ্রীমঙ্গলের স্থানীয় বাগানে চাষকৃত আনারসের স্বাদ গ্রহণ করেন এবং সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের সার্বিক তত্ত্বাবধানে আনন্দভ্রমনে অংশগ্রহন করেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আহমেদ ফয়সাল, ক্লাবের সদস্য ও সাংস্কৃতিক কর্মী পলাশ আফজাল, সহ সভাপতি আহমেদ সাহেদ, কোষাধ্যক্ষ আবু তাহের রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সহ সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এহসান করিম খোকন, কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধুরী, সাহিত্য সম্পাদক আজিম উদ্দিন আরিফসহ প্রেসক্লাব সদস্য আলম শাওন, জয়নুল ইসলাম, এস আর শহিদ, জোবায়ের আহমদ, সামাদ আহমদ চৌধুরী, ফাইম আহমদ তাছিম, তাহের আহমদ ও আখতার হোসেন।
পুরো আনন্দ ভ্রমণের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এহসানুর রহমান সানি। তাছাড়া ভ্রমণে যাওয়া-আসার পথে পুরো সময়টাতে আহমদ ফয়সাল ও পলাশ আফজালের স্বরচিত কবিতা, তোফায়েল আহমদ, শহিদুল ইসলাম সাজু, জয়নুল ইসলাম ও আখতার হোসেনের কন্ঠে গান, আবু তাহের রাজুর নাট্যাভিনয়, আহমদ রেজা চৌধুরী ডিজে ডান্সসহ সকল সদস্যের মনোমুগ্ধকর পরিবেশনা ও অনুভুতি ব্যক্ত কৌতুক দিয়ে পুরো ভ্রমনকে উপভোগ্য করে তোলেন ক্লাব নেতৃবৃন্দ।