হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পর পর দুইবার প্রতিদ্বন্দ্বিতা করে কোনো ভোটারের মন জয় করতে পারেননি সাধারণ সদস্য প্রার্থী আব্দুল মুহিত।
তিনি গতবারের জেলা পরিষদ নির্বাচনেও কোনো ভোট পাননি। এবারও তাঁর ভোটের খাতা শূন্য!
জানা যায়, গত জেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের মো. আব্দুল মুহিত নির্বাচনে উটপাখি প্রতীক নিয়ে নির্বাচেনে অংশ নেন। উপজেলার ৫টি ইউনিয়নে ৬৭ ভোটের মধ্যে কোনো ভোট পাননি তিনি।
আরও পড়ুন : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের ডা. মুশফিক বিজয়ী
এবারের নির্বাচনে ওয়ার্ড বর্ধিত করে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়। মোট ভোটার ১৮৫ জন। এবার সিএনজি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন সদস্য প্রার্থী আব্দুল মুহিত। কিন্তু কোনো ভোটারের মন জয় করতে পারেননি তিনি। ভোট গণনা করে দেখা যায়, তার প্রতীকে কোনো ভোট নেই।
এ বিষয়ে সদস্য প্রার্থী আব্দুল মুহিত বলেন, ‘ভোটাররা বেঈমানি করেছে’।