সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও এবং ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে স্থাপিত দুটি দৃষ্টিনন্দন বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলার পূর্ব আলীরগাঁও ইউপিতে আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এবং নন্দিরগাঁও ইউনিয়নের দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থাপিত দৃষ্টিনন্দন এই ২টি বন্যা আশ্রয়ণ কেন্দ্র।
জানা যায়, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত তিনতলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্রটির প্রাক্কলিত মূল্য ছিল ৩ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৬ টাকা এবং দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বন্যা আশ্রয় কেন্দ্রের প্রাক্কলিত মূল্য ছিল ৩ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার ৮শত ৩৫ টাকা। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির প্রচেষ্টায় বন্যা উপদ্রুত এলাকায় দুর্যোগকালীন সময়ে মানুষের জানমাল রক্ষায় ভূমিকা পালন করবে এসব বন্যা আশ্রয় কেন্দ্র।
গোয়াইনঘাটে দুটি ইউনিয়নে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাট উপজেলার ৫ নং পৃর্ব আলীরগাঁও ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় ও নন্দিরগাঁও ইউনিয়নে দশগাঁও নওয়াগাঁও হাইস্কুল এন্ড কলেজে নির্মিত দুটি বন্যা আশ্রয় কেন্দ্রসহ নির্মিত দেশের একাধিক বন্যা আশ্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আলহাজ্ব আব্দুল মজিদ উচ্চ বিদ্যালেয়ে ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ডা. মুজিবুর রেজা বাবুল, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নুরুল মুত্তাকিন, সদস্য মস্তফা হোসেন, হেলাল উদ্দিন।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদ উদ্দিন, মনজুর হোসাইন, জহির রায়হান, নাসরিন আক্তার, রওশনআরা, জোবায়ের আহমদ, এখলাছুর রহমান প্রমুখ।
দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদার, সহকারী শিক্ষক আব্দুল কাদির, বেনুরানী সরকার, পারভীন আক্তার, আজমান শরীফ, বিমল কান্তি তালুকদার, পপদ্রুব বিশ্বাস, অসিম কুমার, শিব্বির আহমদ, ছায়েদুর রহমান, বাবুল আক্তার, প্রভাষক সাজ্জাদুর রহমান, রিয়াজ উদ্দীন বাবুল, প্রত্যাশা কিন্ডারগার্টেন এর শিক্ষক আহসানুল হক, গুলজার আহমদ প্রমুখ।