চলতি বছরের মে মাসে ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পা রেখেছে সিলেটের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘নগরনাট’। তবে সিলেটে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন করতে পারেনি সংগঠনটি।
সেই বন্যার ভয়াবহতা কাটিয়ে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে মানুষ। তাই নগরনাট’র সদস্যরাও এবার প্রস্তুত হয়েছেন নিজেদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে।
আগামী শুক্রবার (১৪ অক্টোবর) নগরনাট আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনায় থাকবেন সঙ্গীতশিল্পী সায়ান, গানের দল ‘সমগীত’, উদীচী সিলেট ও নগরনাট’র শিল্পীরা। তারা পরিবেশন করবেন নাটক, গান, নৃত্য ও আবৃত্তি।
নগরনাট’র পক্ষ থেকে বলা হয়েছে, ষোল বছর পেরিয়ে তারুণ্যের দুর্দম স্বপ্নের পথে নগরনাট। কখনো স্থবিরতা এসে হুমড়ি খেয়ে পড়তে চায় মাঝপথে, দমনের সাইরেন এসে গায়ে হেলান দিতে চায়, তবু হাল ছাড়ি না। খাঁচার পাখিটির মতো উড়তে চায় আমাদের সবগুলো মন, শিশুর মতো সুন্দর হাসি ছড়িয়ে আকাশে রোদের গন্ধ খোঁজে। আজকের ফুলটি কাল ঝরে যাবে জেনেও সুগন্ধ ছড়ায়, হৃদয় মজবুত করে- আমরা সাহস পাই, এগিয়ে যাই। নিত্যপণ্যের মতো বাড়তে থাকে হতাশা, চারিদিকে। পাহাড়ের মতো ধস নামে চিন্তায়। অবহেলার আগুনে পুড়ে ছাই হয়ে যায় বন-পশুপাখি আর মানুষের দেহ। তবু সজাগ থাকি। আমাদের সজাগ চোখ যতদিন অদূর আকাশে স্বপ্নের তারা গুনতে পাবে, অন্তত ততদিন উড়ান দিব সত্যের সরল পথে, যে পথ মানুষের কথা বলে।