সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ নারীকে আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকাস্থ মানবিক সংগঠন ‘পাওয়ার অব শি’।
জিএমএস গার্মেন্টসের আর্থিক সহায়তায় সংগঠনের ‘পাশে আছি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে রোববার সকাল ১১টায় মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে নির্বাচিত নারীদের প্রত্যেকের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণের আগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
সংগঠনের সমন্বয়ক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ বাবুর পরিচালনায় বক্তব্য দেন, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, পাওয়ার অব শি’র প্রজেক্ট চিফ সাবিনা স্যাবি, মধ্যনগর থানার ওসি জাহিদুল হক, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার।