সিরাজগঞ্জে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন।
সোমবার রাত ১০টার পর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভার ব্রিজে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘সোমবার রাতে মাইক্রোবাসটিতে করে ১৫ জন যাত্রী ঢাকার দিকে যাচ্ছিলেন। সোয়া ১০টার দিকে মাইক্রোটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভার ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন ১৩ জন।
‘খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান আরও একজন।’
হতাহতদের বাড়ি নাটোর জেলায়। স্বজনরা আসলে তাদের মৃতদেহ বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।