সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট রক্ষার দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে বন বিভাগকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বন বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সুনা মিয়া, মো. হারিছ মিয়া, কাদির, সুফিয়ান, মিনহাজ উদ্দিনসহ রাতারগুল এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকার স্থায়ী বাসিন্দা। আমরা এই বনে পর্যটকদের নিয়ে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। কিন্তু বর্তমানে আমাদের রাতারগুল সোয়াম্প ফরেস্টের পাশ দিয়ে যে নদী অবস্থিত তাতে কিছু অসাধু বালু উত্তোলনকারী রাতের অন্ধকারে বালু উত্তোলন করছে। অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন দেখা দিয়েছে এবং নদীভাঙনের ফলে রাতারগুল সোয়াম্প ফরেস্ট বিলীন হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী আপত্তি করলে তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদেরকে বিভিন্ন মামলা-মোকদ্দমায় জড়িত করার ভয়ভীতি প্রদর্শন করে। বালু উত্তোলনে পুনরায় বাধা দিলে তারা আমাদের হুমকি-ধমকি প্রদান করে। এ অবস্থায় নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বন বিভাগের প্রতি জোর দাবি জানাচ্ছি।