‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে ২ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব।
জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে এই উৎসবের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে পরিবেশিত হবে বাউল গান, লোকগান, লোকনৃত্য, মণিপুরি নৃত্য, খাসিয়া নৃত্য, কাঠি নৃত্য, ঝুমুর নৃত্য, পুঁথি পাঠ, আবৃত্তি ও ধামাইল। বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উৎসবটি চলবে।
অনুষ্ঠিতব্য দুইদিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।