জেলা পরিষদ হবে সকল মানুষের জন্য উন্মুক্ত : নাসির খান

গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেছেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভার শুরুতে এডভোকেট মো. নাসির উদ্দিন খান তাঁর স্বাগত বক্তব্যে সিলেট ৪ আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সিলেট জেলা পরিষদ দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমশের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সদস্য গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম, গোয়াইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, গোয়াইঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।