দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, দিরাই-শাল্লার আপামর মানুষের ভালবাসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিয়েই আজন্ম রাজনীতি করে গেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তন হলে আয়োজিত সভায় ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, ‘গত বছর শাল্লায় ঘটে যাওয়া ঘটনা জাতীয়ভাবে প্রকাশ পেয়েছে। এতে আমরা খুব কষ্ট পেয়েছি, কখনও যেন এমন ঘটনা আর ঘটে না, সে দিকে খেয়াল রাখতে হবে। আমরা সকলে মিলে মিশে শান্তিপূর্ণভাবে থাকতে চাই।’
তিনি বলেন, পূজা হচ্ছে শ্রদ্ধা ভক্তির জায়গা, তা যেন বজায় থাকে। বেপরোয়া মোটর সাইকেল চলাচল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং ইউএনও মাহমুদুর রহমান মামুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি এড. সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, মেয়র বিশ্বজিৎ রায়, নারী ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, সিরাজ উদ দৌলা প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি চলে আসছে। কিন্তু ইদানিং কিছু দুষ্কৃতকারী যারা বর্তমান সরকারের সাফল্যকে ভালভাবে দেখে না তারা নানাভাবে এটিকে ভিন্নভাবে প্রবাহিত করে। একটি গোষ্ঠী দেশের ভাবমুর্তি নষ্ট করতে সুযোগ খুঁজে, এ জন্য সকলকে সজাগ থাকতে হবে।