সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ইউনিয়ন কমিটি স্থগিত করে পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি স্থগিতের দাবিতে কাউকান্দি বাজারে এই কর্মসূচি করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সমাবেশে পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, ‘উপজেলা যুবদলের সাত ইউনিয়নের কমিটিতে আওয়ামী লীগ সরকারের নির্যাতন, মামলা ও কারাভোগের শিকার নেতাকর্মীরা পদবঞ্চিত হয়েছেন। অপরদিকে স্বজনপ্রীতি, অনিয়ম আর দুর্নীতি করে পদপদবী দেওয়া হয়েছে। আমরা এই কমিটি প্রত্যাখ্যান করেছি।’
বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল নেতা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘যুবদলের নবগঠিত কমিটিতে রাজনৈতিক উদ্যেশে করা নাশকতার মামলার আসামিদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়ে পকেট কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি স্থগিত করে নতুন করে কমিটি গঠনের দাবি জানাই।’
বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন ‘স্বজনপ্রীতি আর দুর্নীতি করে দালালদের মাধ্যমে যুবদলের নবগঠিত কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি প্রত্যাখ্যান করেছি।’
এসময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি জহুরুল, যুবদল নেতা শেফুল আলম, ছাত্রদল নেতা এহসানুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।