সিলেটে কমিউনিস্ট পার্টির কর্মীসভা, দুঃশাসন হঠানোর আহ্বান

দুঃশাসন হঠাও-ব্যবস্থা বদলাও-বিকল্প গড় শিরোনামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেটে জেলার আহ্বানে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন।

কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাছানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আসলাম খান। কর্মীসভায় বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আলোচনায় অংশ নেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন সুমন, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, শাহপরান থানা শাখার সম্পাদক তুহিন কান্তি ধর, উদীচী সিলেটের সভাপতি কবি এনায়েত হাসান মানিক, সহ সভাপতি কমরেড রতন দেব, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, দীপিকা চক্রবর্তী, খেলাঘর সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি কমরেড বিধান দেব চয়ন, সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, প্রগতি লেখক সংঘের সিলেট জেলার সহসভাপতি মাধব রায়, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড নিরঞ্জন দাস খোকন, আরিফ হোসেন সুমন, রাশেদ আহমদ, সন্দীপ দেব, শাহজাহান কবির সাকিল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহ্বায়ক কমরেড মনীষা ওয়াহিদ, হাছান বক্ত চৌধুরী কাউছার, মহিউদ্দিন আহমদ, মিজু আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কমরেড আসলাম খান বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং অযৌক্তিকভাবে জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধি করার কারণে জনগণের সংকট আজ মহা সংকটে পরিণত হয়েছে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর প্রেসক্রিপশনে এবং মার্কিন সাম্রাজ্যবাদের নির্দেশনায় শাসক শ্রেণি দেশ পরিচালনা করায় দেশের মানুষের দুর্ভোগ বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার আজ বিদেশি শক্তি, দেশীয় লুটেরা ধনীক শ্রেণি, সিন্ডিকেট ব্যবসায়ী, দুর্নীতিবাজ আমলাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে পাশাপাশি কমিউনিস্ট পার্টি শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই সংগ্রামকে আরও জোরদার করতে হবে। দুর্নীতি ও লুটপাটতন্ত্র প্রতিরোধ এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কে বেগবান করতে হবে।

দেশের সংকট থেকে মানুষের মুক্তির লড়াইকে জোরদারের লক্ষ্যে শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তোলার আহবান জানান।