সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। সেই সাথে ফেন্সিডিল বহনে মোটরসাইকেলসহ আকমল হোসেন (৩২) নামে ১ জনকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালিনা করে। অভিযানে বিয়ানীবাজার থানার চারখাই বাজারে ওই ব্যাক্তিকে আটক করে।
এসময় আটক ব্যক্তির কাছ থেকে ২৩৬ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনে মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম (লম্বাবাড়ী) গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের ছেলে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এসআই ফয়সাল বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।’