সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক প্রকৌশলী আব্দুল হালিম বীরপ্রতীকের জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টেংরা উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পূর্বে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের সাংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার এহসান শাহ, সাবেক পিপিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জসিম মাস্টার, আব্দুল হামিদ, আব্দুল ওয়াহিদ, শামীমুল ইসলাম শামিম, মিলন খান, জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আমিরুল হক, কাজী আনোয়ার মিয়া আনু, শাহজাহান মাস্টার, খন্দকার মামুনুর রশীদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলার সর্বস্তরের জনগণ।
উল্লেখ, গতকাল বুধবার বেলা দেড়টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল হালিম বীরপ্রতীক।